• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ইরাকে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ মার্চ ২০১৮, ১৪:৫০

ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর এইচএইচ-৬০ পেভ হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ওই হেলিকপ্টারে সাত জন মার্কিন সৈন্য ছিলেন। এক বিবৃতিতে এমনটা জানিয়েছেন মার্কিন কেন্দ্রীয় কমান্ড। খবর রয়টার্স, বিবিসি, সিএনএন।

ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।

মার্কিন দুই কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, এইচএইচ সিক্সটি পেভ হক হেলিকপ্টারটি আনবার প্রদেশের আল-কাইম শহরের কাছে বিধ্বস্ত হয়। এয়ারক্রাফটিতে সেসময় সাত আরোহী ছিলেন বলে আল-কাইমের মেয়র নিশ্চিত করেছেন।

আল কাইম শহরের মেয়রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, সামরিক হেলিকপ্টারটিতে সাতজন আরোহী ছিলেন।

যুক্তরাষ্ট্র সেনাবাহিনী জানিয়েছে, বর্তমানে ৫০০০ এর বেশি মার্কিন সৈন্য আইএস এর বিরুদ্ধে যুদ্ধের জন্য ইরাকে অবস্থান করছে। তাদের মধ্যে রয়েছে প্রশিক্ষক, উপদেষ্টা এবং বিশেষ বাহিনীর সদস্য।

উল্লেখ্য, ২০০৩ সালে ইরাক আক্রমণ শুরুর পর থেকেই দেশটিতে মার্কিন সেনারা অবস্থান করছে। ২০০৭ সালের সেপ্টেম্বরে দেশটিতে সবচেয়ে বেশি এক লাখ ৬৮ হাজার সেনাসদস্য ছিল।

আরও পড়ুন:

এপি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মার্কিন সামরিক মিশন বন্ধের ঘোষণা ইরাকের
X
Fresh