• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ভারত থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

  ১৫ মার্চ ২০১৮, ১৭:৪৯

ভারতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সোহাইল মাহমুদকে প্রত্যাহার করে নিলো পাকিস্তান। দিল্লিতে পাকিস্তানের কূটনীতিকরা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগে করে তাকে বৃহস্পতিবার প্রত্যাহার করা হয়। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

এ নিয়ে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, দূতাবাস ও বিদেশি দপ্তরের মধ্যে আলোচনা একটি নিয়মিত প্রক্রিয়া। এটি অস্বাভাবিক কিছু নয়।

পাকিস্তানের অভিযোগের প্রেক্ষিতে ভারত জানায়, কূটনীতিকদের কাজের পরিবেশকে নিরাপদ ও আন্তরিক করতে গত সপ্তাহে সব ধরনের চেষ্টা করেছে ভারত। কিন্তু পাকিস্তানে ব্যাপক হয়রানির শিকার হতে হয়েছে ভারতের কর্মকর্তাদের।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের কর্মকর্তাদের হয়রানি করা সাধারণ বিষয়ে পরিণত হয়েছে।

পাকিস্তানও ভারত সরকারের কাছে অভিযোগ করেছে, নয়াদিল্লিতে তাদের কর্মকর্তারা পরিবারসহ হয়রানির শিকার হচ্ছেন।

আরও অভিযোগ আছে, ভারতে তাদের উপ-হাইকমিশনারের গাড়ি তাড়া করা হয়েছে। শুধু তাই নয় গাড়ির চালকে নির্যাতনের স্বীকার হতে হয়েছে। কয়েক দিনে ধরে এ ঘটনার ভিডিও ফুটেজ পাকিস্তানের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখানো হচ্ছে।

আরও পড়ুন:

এপি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোস্তাফিজ ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা
ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু
ভারতের লোকসভা নির্বাচনে আজ ভোটগ্রহণ শুরু 
পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি আটক
X
Fresh