• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রে ফাইটার জেট বিধ্বস্ত হয়ে দুই আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

  ১৫ মার্চ ২০১৮, ১৪:৪৭

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই ইঞ্জিনবিশিষ্ট একটি ফাইটার জেট বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন। খবর সিএনএনএর। ফ্লোরিডার কি ওয়েস্টের উপকূলে ইউএস নেভাল এয়ার ফোর্সের এই ফাইটার বিমানটি আকাশে থাকা অবস্থায়ই আগুন লেগে নিচে পড়ে যায়। গতকাল বুধবার স্থানীয় সময় বিকাল ৪ টা ৩০ মিনিটে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী বার্বি উইলসন জানায়, জেটটি চক্কর খেতে খেতে পানিতে পড়ে যায়।

নেভি কমোডর মাইক কাফকা জানান, জেট হেলিকপ্টারটি প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হচ্ছিল। যুক্তরাষ্ট্রের নেভাল এয়ার ফোর্সের স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ২১৩ এর অধীনে এ প্রশিক্ষণ কার্যক্রম চলছিল। জেট হেলিকপ্টারটি ফ্লোরিডার বোকা চিকা ফিল্ডে নিয়ে যাওয়া হচ্ছিল।

দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকারীরা আরোহী দুইজনকে পানি থেকে উদ্ধার করে। তাদেরকে অ্যাম্বুলেন্সে করে পার্শ্ববর্তী লোয়ার কি’স মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে গেলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করে।

আরোহী দুইজনের মধ্যে একজন পাইলট ও একজন ওয়েপন সিস্টেমস অফিসার পদে কর্মরত ছিলেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ নিহতদের পরিবারকে জানানোর আগে নিহতদের নাম প্রকাশ করতে অস্বীকৃত জানিয়েছে। দুর্ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

আজ ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালবেলা এক টুইটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই প্রশিক্ষণার্থী জেট পাইলটের মৃত্যুতে শোক বার্তা প্রদান করেছেন।

কেএইচ/ এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কেনিয়ার সেনাপ্রধানসহ নিহত ৯
জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
X
Fresh