• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আমি আবারও বলছি, ফিরে যাও!

আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ মার্চ ২০১৮, ১৯:৪১

আমি আবারও বলছি, ফিরে যাও! নেপালে বিধ্বস্ত হওয়া ইউএস-বাংলা বিমানকে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোল টাওয়ার থেকে বিমানটি অবতরণের আগে এমনটাই বলা হয়েছিল। খবর হিন্দুস্তান টাইমসের।

ওই নির্দেশনার কয়েক মিনিট পরই চার ক্রু ও ৬৭ যাত্রীসহ ৭১ আরোহী নিয়ে রানওয়ের পাশে একটি ফুটবল খেলার মাঠে বিধ্বস্ত হয়। এ ঘটনায় ৫১ জন নিহত হয়। আর বাকি ২০ জনকে নেপালের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ইউএস-বাংলার বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে এয়ার ট্র্যাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে পাইলটের যে কথোপকথনের অডিও প্রকাশ পেয়েছে সেখানেই এমনটা জানা গেছে। বিমান অবতরণের আগ মুহূর্তে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে পাইলটের ধোঁয়াশাপূর্ণ কথা হয়। একটি মাত্র রানওয়ের ওই বিমানবন্দরে কোন দিক দিয়ে বিমান অবতরণ করবে সেটি নিয়ে দ্বিধাদ্বন্দ্বের ঘটনায় এ দুর্ঘটনা ঘটে।

--------------------------------------------------------
আরও পড়ুন: সিঙ্গাপুরের বোটানিক গার্ডেনে ‘শেখ হাসিনা’ অর্কিড
-------------------------------------------------------