• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

এক বজ্রপাতে প্রাণ গেলো ১৬ জনের

আন্তর্জাতিক ডেস্ক

  ১২ মার্চ ২০১৮, ১৩:১০
ফাইল ছবি

রুয়ান্ডার গির্জায় একটি মাত্র বজ্রপাতে ১৬ জন মারা গেছেন। আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ১৪০ জন। শনিবার রুয়ান্ডার দক্ষিণে পাহাড়ি শহর নিয়ারুগুরুর সেভেন্থ-ডে অ্যাডভেন্টিস্ট চার্চে এমন ঘটনা ঘটেছে। খবর বিবিসির।

স্থানীয় গণমাধ্যম বলছে, ওই গির্জায় বজ্রপাত প্রতিরোধ করার মতো প্রয়োজনীয় যন্ত্র বা ডিভাইস, যেমন বজ্রপাত নিরোধক দণ্ড নেই।

এ কারণেই ভয়াবহ এই প্রাণহানির ঘটেছে। স্থানীয় প্রায় সব গির্জারও অবস্থা এর ব্যতিক্রম নয়।

দুই সপ্তাহের কম সময়ের মধ্যে রুয়ান্ডায় ভবন নির্মাণ নীতিমালা এবং শব্দ দূষণ প্রতিরোধে ব্যর্থ হবার দায়ে সাতশ’র বেশি গির্জা বন্ধ করে দেয়া হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, বিষয়টি নিয়ে সচেতনতাও অনেক কম রয়েছে।

এছাড়া রুয়ান্ডার দক্ষিণাঞ্চলীয় পাহাড়ি শহর নিয়ারুগুরু জায়গাটি বজ্রপাতসহ নানা ধরনের দুর্যোগপ্রবণ এলাকা।

স্থানীয় মেয়র হাবিটেগেকো জানিয়েছেন, নিহতদের মধ্যে অধিকাংশই ঘটনাস্থলে মারা গেছেন। আর দুজন মারা গেছেন হাসপাতালে। এর আগে শুক্রবারও এক বজ্রপাতে সেখানে একজন ছাত্র মারা গিয়েছিলেন।

বার্তা সংস্থা এএফপিকে মেয়র বলেছেন, চিকিৎসকেরা জানিয়েছেন আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও বলেন, শুক্রবারে ১৮ জন শিক্ষার্থী একসঙ্গে থাকার সময় যে বজ্রপাতের ঘটে, সে ঘটনায়ও তিনজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

আরও পড়ুন:

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্রাইস্টচার্চে শেষ রোমাঞ্চের অপেক্ষা
আগামী দুদিনে ঢাকাসহ চার বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা 
সিরাজগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
বজ্রপাতে মৃত্যুর সংখ্যা কমাতে দরকার জনসচেতনতা : দুর্যোগ প্রতিমন্ত্রী
X
Fresh