• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মুখে কালি! (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক

  ১১ মার্চ ২০১৮, ১৭:৪৬

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের উত্তর-পূর্বাংশে অবস্থিত শিয়ালকোট শহরে মঞ্চে বক্তব্য রাখছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ। শনিবার রাতে মঞ্চে ভাষণ দেয়ার সময় তার মুখে কালো কালি নিক্ষেপ করেন এক ব্যক্তি। কালি নিক্ষেপের এ ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেট দুনিয়ায়। খবর খালিজ টাইমস।

নিক্ষেপ করা ওই কালিতে আসিফের চেহারার বাম অংশ ও গায়ের সাদা পাঞ্জাবি কালিতে ছেয়ে যায়। অবশ্য মুসলিম লীগের কর্মীরা ওই ব্যক্তিকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

এ নিয়ে খাজা আসিফ বলেন, ‘ওই ব্যক্তিকে কেউ টাকা দিয়ে আমার ওপর কালি নিক্ষেপের জন্য পাঠিয়েছে। তাকে ছেড়ে দেয়া হোক। তার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। এতে আমার ওপর রাজনৈতিক কোনো প্রভাবও পড়বে না। হাজারও মানুষের দোয়া রয়েছে আমার সঙ্গে।’

খাজা আসিফের ওপর কালি নিক্ষেপের ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির বিরোধীদলীয় রাজনৈতিক নেতারাও।

আরও পড়ুন:

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আফ্রিদির সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে যা বললেন বাবর
জিয়া ছিলেন মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী: পররাষ্ট্রমন্ত্রী
নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা
X
Fresh