• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে আর যুদ্ধ নয়: পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

  ১১ মার্চ ২০১৮, ১৫:৪১
ফাইল ছবি

পাকিস্তান আর কখনও যুক্তরাষ্ট্রের হয়ে যুদ্ধ করবে না। দেশটির পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ জাতীয় পরিষদে দেয়া ভাষণে এ কথা বলেছেন।

তিনি বলেছেন, আফগানিস্তানসহ কয়েকটি মুসলিম দেশ প্রায়ই আশা করে যে, পাকিস্তান তাদের সীমানার ভেতরে গিয়ে তাদের হয়ে যুদ্ধ করুক। কিন্তু পাকিস্তান কখনও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোনো যুদ্ধে জড়াবে না।

জমিয়তে উলামায়ে ইসলাম দলের নেতা মাওলানা ফজলুর রহমানের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন খাজা আসিফ।

মুসলিম দেশগুলোর মধ্যকার অনৈক্য ও নানা সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, মুসলিম দেশগুলো শত্রুদের সহায়তা না করলে কোনো শত্রু দেশই মুসলমানদের ক্ষতি করতে পারত না।