• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

সম্পত্তিতে সমঅধিকারের দাবিতে তিউনিসিয়ায় নারীদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

  ১১ মার্চ ২০১৮, ১২:৪১

উত্তরাধিকার সম্পত্তিতে নারী-পুরুষের সমান অধিকারের দাবিতে তিউনিসিয়ার রাজধানী তিউনিসে বিক্ষোভ করেছে সেখানকার নারীরা। উত্তর আফ্রিকার মুসলিম প্রধান এই দেশটির নারীরা ওই অঞ্চলে অন্য যেকোনো দেশের চেয়ে বেশি স্বাধীনতা পেয়ে থাকেন। খবর রয়টার্সের।

--------------------------------------------------------
আরও পড়ুন: মুসলিম নির্যাতনে পুরস্কার ঘোষণা করে চিঠি!
--------------------------------------------------------

শনিবার তিউনিসে পার্লামেন্ট অভিমুখে বিক্ষোভরতরা ইউরোপিয়ান নারীদের সঙ্গে সামঞ্জস্য রেখে সম্পত্তিতে সমান উত্তরাধিকারের দাবি জানিয়েছেন। নারীদের ওই বিক্ষোভে কয়েকজন পুরুষও যোগ দিয়েছেন। বিক্ষোভকারীরা এসময় উত্তরাধিকার সম্পত্তির সমানাধিকার চেয়ে ‘সভ্য দেশে তুমি যা পাও, আমিও তাই চাই’ স্লোগান দিতে থাকে।

একজন অধিকারকর্মী কাওথের বৌলিলা বলেছেন, এটা সত্য যে অন্যান্য আরব দেশের নারীদের তুলনায় তিউনিসিয়ার নারীরা বেশি অধিকার প্রয়োগ করতে পারেন। কিন্তু আমরা ইউরোপিয়ান নারীদের মতো সমঅধিকার চাই। আমরা কেবল আমাদের অধিকার চাই।

গেলো বছরের আগস্টে প্রেসিডেন্ট বেজি চেইদ এসসেবসি নারীদের অধিকতর অধিকার দেবার বিষয়ে খসড়া তৈরি করতে একটি কমিটি গঠন করেন।

উল্লেখ্য, গেলো বছর দেশটিতে মুসলিম নারীদের অমুসলিম পুরুষ বিয়ে করার অনুমতি দেয়া হয়।

২০১১ সালে তৎকালীন প্রেসিডেন্ট জাইন এল আবিদিন বেন আলিকে ‘আরব বসন্তের’ মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর দেশটিতে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করে। তবে দেশটিতে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার হতাশাজনক।

আরও পড়ুন:

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাশ্মীরে স্বাস্থ্য কর্মীদের বিক্ষোভ
পাকিস্তানে কিশোরকে যৌন নিপীড়নের ঘটনায় বিক্ষোভ
পানি সংকট, কলস নিয়ে বিক্ষোভ
বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ
X
Fresh