• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

জাপানে আগ্নেয়গিরির লাভা উদগীরণে সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

  ১০ মার্চ ২০১৮, ২৩:৪২

জাপানের কিয়ুশু আইল্যান্ডের মাউন্ট শিনমোয়েদাকে আগ্নেয়গিরির লাভা উদগীরণ থেকে স্থানীয়দের সতর্ক করেছে কর্তৃপক্ষ।

কয়েকদিন ধরে শিনমায়োদাকে থেকে ছাই উড়ে আসছিল। কিন্তু শনিবার ভোর থেকে অগ্নি উদগীরণ বিস্ফোরণে রূপ নেয়।

এদিন দেশটির আবহাওয়া সংস্থার জারি করা নতুন সতর্কবার্তায় বলা হয়, আগ্নেয়গিরিটির চারপাশের ৪ কিলোমিটার এলাকা পর্যন্ত আছড়ে পড়তে পারে উড়ন্ত পাথর।

স্থানীয় সময় শুক্রবার দিনগত রাত ১টা ৫৪ মিনিটে এবং ৪টা ২৫ মিনিটে বড় ধরনের দুটি বিস্ফোরণ হয়। আগ্নেয়গিরিটি সচল হয়ে ওঠার পর জ্বালামুখ থেকে ১৫,০০০ ফুট ওপরে ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে।

কম্পনের ফলে কেঁপে কেঁপে উঠছে আশেপাশের বাড়িঘরগুলো। এছাড়া আগ্নেয়গিরিটির একপাশ থেকে গলিত লাভা বেরিয়ে আসতে দেখা গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই উদগীরণ আগামী কয়েক মাস ধরে চলতে পারে।

মাউন্ট শিনমোয়েদাকেতে ২০১১ সালে যে উদগীরণ হয়েছিল তাতে শত শত মানুষকে ঘরবাড়ি ছেড়ে যেতে হয়েছিল।

১৯৬৭ সালে জেমস বন্ড সিরিজের চলচ্চিত্র ইউ অনলি লিভ টোয়াইসে একটি অপরাধী সংগঠনের গোপন আস্তানার বাইরের অংশ হিসেবে ব্যবহার করা হয় এই আগ্নেয়গিরি।

উল্লেখ্য, জাপানে ১১০টি সক্রিয় আগ্নেয়গিরি আছে।

আরও পড়ুন:

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘হাত ট্রিগারেই আছে’, ইসরাইলকে ইরানের সতর্কবার্তা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা, জাতিসংঘের সতর্কবার্তা
পহেলা বৈশাখে যেমন থাকবে আবহাওয়া
মন্ত্রী-এমপিদের অগ্রিম সতর্কবার্তা দিলেন কাদের
X
Fresh