• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সোমবার নিউজিল্যান্ডে আঘাত হানবে হোলা

আন্তর্জাতিক ডেস্ক

  ১০ মার্চ ২০১৮, ২০:০৬

নিউজিল্যান্ডের শনিবারটা বেশ রৌদ্রোজ্জ্বল ছিল। কিন্তু দেশটির জন্য মৃদু বায়ুপ্রবাহ এবং ভারি বর্ষণ নিয়ে অপেক্ষা করছে ঘূর্ণিঝড় হোলা।

আগামী সোমবার দেশটির নর্দার্ন আইল্যান্ডে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে বলে জানিয়েছে রেডিও নিউজিল্যান্ড।

ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়টি এখন লয়্যাল্টি আইল্যান্ডের কাছাকাছি অবস্থান করছে। আগামী দুই দিনের মধ্যে এটি দক্ষিণ-দক্ষিণপূর্বাঞ্চলের দিকে অগ্রসর হবে। তবে দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, এটি ফেহি ও গিতার চেয়ে কম ধ্বংসাত্মক হবে। কারণ এসময় নিম্নমুখী স্রোত বয়ে যাবে।

আবহাওয়াবিদ অ্যান্ডি বেস্ট বলেন, নর্দার্ন আইল্যান্ডের উঁচু অংশের অর্ধেক এলাকায় আঘাত হানতে পারে হোলা। নর্দল্যান্ড, অকল্যান্ড, কোরোম্যান্ডেল, ওয়াইক্যাটো, বে অব প্লেন্টি ও গিসবোর্ন এলাকায় সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত ভারি বর্ষণ ও মৃদু বায়ুপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, ঘূর্ণিঝড়টি দিনের শুরুতেই আঘাত হানতে পারে এবং কিছুক্ষণের মধ্যে এর গতি ও তীব্রতার পরিবর্তন ঘটতে পারে।

এর আগে ঘূর্ণিঝড়টি ভানুয়াতুর উত্তরাঞ্চলে আঘাত হানে। রাতারাতি এর তীব্রতা ক্যাটাগরি থ্রিতে রূপ নেয়। এখন এটি নিউ ক্যালিডোনিয়ার পূর্বাঞ্চল লয়্যাল্টি আইল্যান্ডের দিকে অগ্রসর হচ্ছে।

হোলার আঘাতে ভানুয়াতুর একজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন:

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা
নিউজিল্যান্ড সিরিজে অনিশ্চিত বাবর আজম
নিউজিল্যান্ড সিরিজের জন্য নতুন কোচ পেলেন বাবর-রিজওয়ানরা
আইপিএলের কারণে ৯ ক্রিকেটার ছাড়াই পাকিস্তান যাচ্ছে নিউজিল্যান্ড
X
Fresh