• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চোখ দিয়ে বের হলো পিঁপড়া!

আন্তর্জাতিক ডেস্ক

  ১০ মার্চ ২০১৮, ১৩:৩৮

চোখ দিয়ে একটার পর একটা পিঁপড়া বের হচ্ছে। না, এটা কোনো জাদুর দৃশ্য নয়। ভারতের কর্ণাটক রাজ্যের দক্ষিণ কান্নাডার বেলথানগাডির নেলিঞ্জেরি গ্রামের ১১ বছরের এক মেয়ের চোখ দিয়ে গত দশ দিনে ৬০টির মতো পিঁপড়া বের হয়েছে। খবর ডেইলি মেইলের।

কিছুদিন আগেই অশ্বিনী নামের ওই মেয়েটি তার বাবা-মাকে বলেছিল, তার চোখে কিছু একটা পড়েছে। অশ্বিনীর বাবা-মা তার চোখের পাতার নিচে একটা মরা পিঁপড়া দেখতে পান। প্রথমে তারা ভেবেছিলেন রাতে ঘুমের মধ্যে কোনোভাবে পিঁপড়াটা চোখে পড়েছিল। কিন্তু পরপর কয়েকদিন এ সমস্যা দেখার পর তারা স্থানীয় হাসপাতালে নিয়ে যান অশ্বিনীকে।
--------------------------------------------------------
আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শহর মেক্সিকোর লস ক্যাবোস
--------------------------------------------------------

সেখানে ডাক্তাররা অশ্বিনীর চোখের পাতার নিচে পিঁপড়া দেখতে যান। এ ঘটনায় তারা হতবিহ্বল হয়ে যান। মেয়েটি তার চোখে ভয়াবহ ব্যথা ও জ্বালাপোড়া হয় বলে ডাক্তারদের জানান।

ডাক্তাররা মেয়েটির অভিভাবককে জানায় যে, পিঁপড়াগুলো তার কান দিয়ে ঢুকেছে। প্রাথমিকভাবে মেয়েটির চোখের ড্রপ দেয়া হয়। কিন্তু তাতেও থেমে থাকেনি ঘটনাটি। দৈনিক অন্তত ৫-৬টি পিঁপড়া তার চোখ দিয়ে বের হতোই।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত গত দশদিনে তার চোখ দিয়ে ৬০টির মত পিঁপড়া বের হয়েছে।

তবে ডাক্তাররা এ ঘটনার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা দাঁড় করাতে পারেননি।

আরও পড়ুন:

কেএইচ/এ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেট্রোরেলের এমআরটি কার্ডধারীদের জন্য সুখবর
প্রবাসীদের জন্য সুখবর
চোখের সমস্যা ও সাকিবের ফিটনেস নিয়ে যা জানালেন কোচ সোহেল 
পেঁয়াজের দামে সুখবর
X
Fresh