• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

প্রকাশ্যে হিজাব খোলায় এক নারীর কারাদণ্ড

আরটিভি অনলাইন ডেস্ক

  ১০ মার্চ ২০১৮, ১০:১৪

ইরানে প্রকাশ্যে হিজাব খুলে ফেলার অপরাধে এক নারীকে দুই বছরের কারাদন্ড দেয়া হয়েছে। হিজাব আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ওই নারী এ কাজ করেন। ইরানে নারীদের হিজাব পরা বাধ্যতামূলক। ওই নারীর নাম প্রকাশ করা হয়নি।

কৌঁসুলি আব্বাস জাফারি দোলাতাবাদী বলছেন, ওই নারীকে 'নৈতিক দূষণ উৎসাহিত করার দায়ে' দোষী সাব্যস্ত করা হয়েছে।

ওই দণ্ড তাকে তিন মাস জামিন অযোগ্য কারাভোগ করতে হবে। দণ্ডের বাকি ২১ মাস সময়কাল স্থগিত রাখা হয়েছে। তিনি আরও বলেন, ওই নারীর দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন। এবং তাকে একজন মনোচিকিৎসককে দেখাতে হবে।

ডিসেম্বর মাসে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলার সময় একজন তরুণী প্রকাশ্যে হিজাব খুলে ফেলে একটি লাঠির মাথায় উঁচিয়ে ধরার ছবি ব্যাপক প্রচার পায়। তাকে আটক করা হলেও পরে ছেড়ে দেয়া হয়। তেহরানের একটি ফোন বুথের ওপর দাঁড়ানো ওই তরুণীর ছবি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হয়।

১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর ইরানে ইসলামী আইন অনুযায়ী চুল ঢাকা পোশাক পরতে বাধ্যতামূলক করা হয়।

আরও পড়ুন:

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরিয়ায় বিমান হামলায় ইরানের কমান্ডারসহ নিহত ১৩
ইরানে কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের বশির
অ্যান্টার্কটিকার মালিকানা দাবি ইরানের
নির্যাতিত মানুষদের পথ দেখিয়েছে ইরানের ইসলামী বিল্পব : মোজাম্মেল হক
X
Fresh