• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

মেয়েদের জিনস-স্কার্ট নিষিদ্ধ রাজস্থানের কলেজে

আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ মার্চ ২০১৮, ১৭:১০

শাড়ি কিংবা সালোয়ার-কামিজ পরে যেতে হবে কলেজে। আর পরা যাবে না জিনস-স্কার্টের মতো পোশাক। ভারতের রাজস্থানের সরকারি-বেসরকারি কলেজে এমন নির্দেশিকা পাঠিয়েছে রাজ্যের কমিশনারেট অব কলেজ অ্যাডুকেশন। খবর আউটলুক ইন্ডিয়া।

তবে এমন নির্দেশনায় শোরগোল পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ভেসে উঠেছে একের পর এক মন্তব্য। যদিও আগামী শিক্ষাবর্ষ থেকেই চালু করা হবে এ ড্রেস-কোড।

উল্লেখ্য, ক্ষমতায় আসার পরেই মেয়েদের কলেজে ড্রেস কোড চালু করার নির্দেশ দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার সে তালিকায় যুক্ত হলো বিজেপি শাসিত রাজস্থানের নামও।

পোশাকের স্বাধীনতা হরণের অভিযোগ তুলে নারী অধিকার রক্ষায় যুক্ত সংগঠনগুলোও সরব হয়ে উঠেছে। উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। বিপাকে পড়ে মুখ খুলতে বাধ্য হয়েছেন রাজস্থানের শিক্ষামন্ত্রী কিরণ মহেশ্বরী। তবে তার যুক্তি, ‘কলেজে বহিরাগতদের প্রবেশ ঠেকানোর জন্যেই ড্রেস-কোড চালু করা হয়েছে। নারীদের পোশাক স্বাধীনতা হরণের প্রশ্নই ওঠে না।’

আরও পড়ুন:

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজস্থানের কাছে ৯ উইকেটে মুম্বাইয়ের হার
রাজস্থানের বিপক্ষে মুম্বাইয়ের লড়াকু পুঁজি
ছেলেমেয়েদের খেলাধুলায় আগ্রহী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
‘বিশ্বে মেয়েদের গানের দল হিসেবে হয়তো আমরাই প্রথম’
X
Fresh