• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

বিচারের মুখোমুখি রাখাইন নেতা

আন্তর্জাতিক ডেস্ক

  ০৮ মার্চ ২০১৮, ১৬:৫৯

সরকারের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দেয়া ও সাম্প্রদায়িক দাঙ্গার অভিযোগে বিচারের মুখোমুখি রাখাইন নেতা ড. অ্যা মং। রাষ্ট্রদ্রোহ মামলায় বুধবার তাকে আদালতে হাজির করা হয়েছে। খবর ফ্রন্টিয়ার মিয়ানমার, নিউজ চ্যানেল এশিয়া।

রাখাইন নেতা অ্যা মং অভিযোগ করেছিলেন মিয়ানমার সরকার রাখাইনদের দাসের মতো ব্যবহার করে। এ ছাড়া রাখাইনের মানুষদের জন্য এটিই সশস্ত্র সংগ্রামের সঠিক সময় বলেও উস্কানি দিয়েছিলেন তিনি।

এর পরদিনই রাখাইনের বিদ্রোহীরা একটি সরকারি ভবনের দখল নেয়। পুলিশ গুলি চালালে এতে সাতজন নিহত হন।

তবে নিজের বিরুদ্ধে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন অ্যা মং।

একই অনুষ্ঠানে বক্তব্য দিয়ে একই অভিযোগে মুখে রয়েছেন লেখক ওয়াই হিন অং। তাদের আদালতে তোলা হলে আদালতের বাইরে প্রায় শ’খানেক লোক বিদ্রোহ করেন।

বিদ্রোহে অংশ নেয়া ৫৩ বছরের তিন ফু বলেন, অ্যা মং এবং ওয়াই হিন অং’কে এভাবে দেখে আমাদের খারাপ লাগছে। তারা আমাদের জন্যই কাজ করছিলেন।

আরও পড়ুন:

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামিন বাতিল, রাখিকে আত্মসমর্পণের নির্দেশ আদালতের
খালেদা জিয়ার ১১ মামলার শুনানি পেছাল
‘আব্বা বাহিনী’র আফতাবকে আত্মসমর্পণের নির্দেশ
রিমান্ডে ট্রান্সকমের ৩ কর্মকর্তা
X
Fresh