• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সম্পদ কমেছে ট্রাম্পের: ফোর্বস

আন্তর্জাতিক ডেস্ক

  ০৭ মার্চ ২০১৮, ২৩:২১

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পদের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমেছে। গেলো বছর প্রথম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পদ ছিল সাড়ে তিনশ’ কোটি মার্কিন ডলার। তবে চলতি বছর তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে তিনশ’ ১০ কোটি মার্কিন ডলারে। খবর সিএনএনের।

বিশ্বখ্যাত দ্য ফোর্বস ম্যাগাজিন ২০১৮ সালের সেরা ধনকুবেরের যে তালিকা প্রকাশ করেছে সেখানেই এমন তথ্য উঠে এসেছে। ওই তালিকায় ট্রাম্পের বর্তমান অবস্থান ৭৬৬। যা গেলো বারের চেয়ে ২২২ ধাপ অবনমনের ঘটনা। ওই বছর ট্রাম্পের অবস্থান ছিল ৫৪৪।
--------------------------------------------------------
আরও পড়ুন: কিম জং নাম'কে হত্যা করা হয়েছে উত্তর কোরিয়ার নির্দেশে
--------------------------------------------------------

ফোর্বস বলছে, ট্রাম্পের আবাসন খাতের মূল্য কমে যাওয়া ও অন্যান্য ব্যবসায় মন্দাই তার সম্পত্তি কমে যাওয়ার কারণ।

এদিকে বিল গেটসকে হটিয়ে ২০১৮ সালের শীর্ষ ধনীর জায়গাটি দখল করে নিয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও সিইও জেফ বেজোস। তার সম্পত্তির মূল্য ১১২ বিলিয়ন মার্কিন ডলার। এরপরই রয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা এবং সিইও বিল গেটস। তার সম্পত্তির মূল্য ৯০ বিলিয়ন ডলার।

এই তালিকায় এরপর একে একে বার্কশায়ার হ্যাথওয়ের সিইও ও মালিক ওয়ারেন বাফেট (৮৪ বিলিয়ন ডলার), এলভিএমএইচের চেয়ারম্যান ও সিইও বার্নার্ড আর্নল্ড (৭২.২ বিলিয়ন ডলার) এবং ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জাকারবার্গ (৭১ বিলিয়ন ডলার) রয়েছেন।
আরও পড়ুন:

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পের বিচার শুরু
প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নিকি হ্যালি
সাড়ে ৩৫ কোটি ডলার জরিমানার পাশাপাশি ব্যবসা বন্ধ ট্রাম্পের
চতুর্থবারের মতো নোবেলের মনোনয়ন পেতে যাচ্ছেন ট্রাম্প
X
Fresh