• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বৌদ্ধ-মুসলিম দাঙ্গা রুখতে শ্রীলঙ্কায় সোশাল মিডিয়া বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

  ০৭ মার্চ ২০১৮, ২০:৫৫

শ্রীলঙ্কায় বৌদ্ধ-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গার রুখতে ১০ দিনের জরুরি অবস্থা জারি করা হয়েছে। নতুন করে এবার দাঙ্গা রুখতে বন্ধ করে দেয়া হয়েছে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। খবর রয়টার্স।

বুধবার সরকারের এক ঘোষণায় বলা হয়েছে, তিন দিন দেশজুড়ে ফেসবুক, ভাইবার ও হোয়াটসঅ্যাপ বন্ধ থাকবে।

এক বৌদ্ধ তরুণের মৃত্যুর জের ধরে শ্রীলঙ্কার মধ্যাঞ্চলীয় জেলা ক্যান্ডিতে রোববার থেকে বৌদ্ধ-মুসলিম দাঙ্গা ব্যাপক আকার ধারণ করেছে।

স্থানীয়দের বরাত দিয়ে রয়টার্স জানায়, সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষাপটে মঙ্গলবার ক্যান্ডিতে জরুরি অবস্থা জারি করা হলেও রাতভর মুসলমানদের কয়েকটি মসজিদ ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন: কিম জং নাম'কে হত্যা করা হয়েছে উত্তর কোরিয়ার নির্দেশে
--------------------------------------------------------

মানবাধিকার সংস্থা সেন্টার ফর হিউম্যান রাইটস শ্রীলঙ্কার নির্বাহী পরিচালক রজিত কার্থি টেন্নাকুন বলেন, সহিংসতা নিয়ন্ত্রণে পুলিশ চরম অদক্ষতার পরিচয় দিয়েছে। যে কারণে দাঙ্গা ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে।

ন্যাশনাল ফ্রন্ট ফর গুড গভর্নেন্স পার্টির নাজাহ মোহামেদ বলেন, দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়েছে। দেশটিতে মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা ও দাঙ্গা দিনে দিনে বাড়ছে।

সবশেষ দাঙ্গা রুখতে দেশটিতে সোশাল মিডিয়া বন্ধ করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকেই শ্রীলঙ্কায় বৌদ্ধ ও মুসলিমদের মধ্যে উত্তেজনা চলছে।

আরও পড়ুন:

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কার বিপক্ষে নামার আগে যে বার্তা সাকিবের
চট্টগ্রাম টেস্টের আগে লঙ্কান শিবিরে দুঃসংবাদ
সর্বনিম্ন ১০০ টাকায় দেখা যাবে চট্টগ্রাম টেস্ট
শান্তর অধিনায়কত্ব নিয়ে যা বললেন সাকিব
X
Fresh