logo
  • ঢাকা বুধবার, ২৯ জানুয়ারি ২০২০, ১৬ মাঘ ১৪২৭

ডিমের ভেতর আস্ত ডিম!

আন্তর্জাতিক ডেস্ক
|  ০৭ মার্চ ২০১৮, ১৮:৪১ | আপডেট : ০৭ মার্চ ২০১৮, ১৮:৫৩
একটি ডিমের ভেতর দুটি কুসুম পাওয়ার ঘটনা অহরহ না ঘটলেও প্রায়ই এমনটা দেখা যায়। কিন্তু একটি আস্ত ডিমের মধ্যে ডিম, এটি একদমই নতুন। এমন অদ্ভুত ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের একটি খামারে। খবর এবিসি নিউজের।

স্টকম্যান এগ খামারের কৃষক স্কট স্টকম্যান বলেছেন, একজন কর্মী ওই ডিমটি দেখতে পায়। পরে তারা আমাকে খবর দেয়।

তিনি বলেন, ওই ডিমটির ওজন ১৭৬ গ্রাম। একটি স্বাভাবিক ডিমের চেয়ে তিনগুণ বড়।

--------------------------------------------------------
আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট লিকে প্রসিকিউটরদের তলব
--------------------------------------------------------

স্টকম্যান আরও বলেন, যখন আমরা ডিমটি ভাঙলাম তখন এর ভেতর থেকে ছোট আরও একটি ডিম বেরিয়ে এলো। একইসঙ্গে দুটো পরিপূর্ণ ডিম হওয়া একটি অবিশ্বাস্য ঘটনা।

চার্লস স্টুয়ার্ট বিশ্ববিদ্যালয়ের পশুবিজ্ঞান স্কুলের সহযোগী অধ্যাপক র‌্যাফ ফ্রেইরে বলেন, আমি কখনও এমন ঘটনা দেখিনি। সত্যি বলতে কী, আমি জানি না এটা কীভাবে ঘটলো।

অধ্যাপক ফ্রেইরে আরও বলেন, মনে হচ্ছে ওই মুরগিটি প্রথমে একটি ডিম পাড়ে। কিন্তু কোনো একটি কারণে সেটি বের হয়নি। এটা অস্বাভাবিক নয় যদি একটি মুরগি খাঁচায় থাকা অবস্থায় চাপ অনুভব করে। সেক্ষেত্রে মুরগি ডিম না পেরে তা আটকে রাখতে পারে।

তবে অধ্যাপক ফ্রেইরে বলেন, যদিও এটি অদ্ভুতভাবে হয়েছে। তবে এটি খাওয়া নিরাপদ।

আরও পড়ুন: 

এ/এমকে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • আন্তর্জাতিক এর সর্বশেষ
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়