• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট লি’কে প্রসিকিউটরদের তলব

আন্তর্জাতিক ডেস্ক

  ০৭ মার্চ ২০১৮, ১৮:৩৪

ঘুষ দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট লি মায়ুং-বাককে ডেকেছেন দেশটির প্রসিকিউটররা। মঙ্গলবার একজন প্রসিকিউটর এমনটা জানিয়েছেন। খবর চ্যানেল নিউজ এশিয়া।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশটিতে দুর্নীতির অভিযোগে সাবেক প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইয়ের ৩০ বছরের কারাদণ্ড হয়েছে। তিনি ছিলেন লি এরই উত্তরসূরি। আর এখন লি’কে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে।

ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারসহ দুর্নীতির বেশ কয়েকটি অভিযোগে আগামী ১৪ মার্চ লি’কে সেন্ট্রাল ডিসট্রিক্ট প্রসিকিউটর অফিসে উপস্থিত থাকতে হবে।

এ নিয়ে প্রসিকিউটররা বলেন, সত্য জানার জন্য লি’কে জেরা করতে হবে। তিনি উপস্থিত হবেন বলে আশা করছি। জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নেবার জন্য যথেষ্ট সময় তাকে দেয়া হয়েছে।

উল্লেখ্য, লি’সহ এ নিয়ে দক্ষিণ কোরিয়ার মোট চারজন প্রেসিডেন্টকে দুর্নীতির অভিযোগে আদালতের মুখোমুখি হতে হল।

আরও পড়ুন:

এপি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাকার বিছানায় ঘুমিয়ে ভাইরাল দুর্নীতিতে অভিযুক্ত নেতা 
বিমানবন্দরে ডলার কারসাজি : ১৯ ব্যাংকারসহ ২১ জনের নামে মামলা
দুর্নীতির দায় নিয়ে ভিয়েতনাম প্রেসিডেন্টের পদত্যাগ
স্ত্রীসহ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
X
Fresh