• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

‘আমি ছাড়া আর কোনো স্টার নেই’

আন্তর্জাতিক ডেস্ক

  ০৭ মার্চ ২০১৮, ১১:৪৩

আলোচনা-সমালোচনার জন্ম দিতেই যেন এক্সপার্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায়ই বেফাঁস মন্তব্য করে সমালোচনার জন্ম দিচ্ছেন তিনি। ৯০তম অস্কার নিয়ে তেমনই এক অদ্ভুত মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। খবর স্কাই নিউজের।

তিনি বলেছেন, আমাদের এখন আর কোনো তারকা নেই, আপনাদের প্রেসিডেন্ট ছাড়া।

চলতি অস্কারের আসরে দর্শক কমে যাওয়া নিয়ে খোঁচা দিতে গিয়ে এমন মন্তব্য করেছেন ট্রাম্প।

প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটে লিখেছেন, এবারের অস্কারে ইতিহাসের সবচেয়ে কম দর্শক ছিল। সমস্যা হচ্ছে, আমাদের আর কোনো তারকা নেই, আপনাদের প্রেসিডেন্ট ছাড়া (অবশ্যই, মজা করছিলাম)।

চলতি অস্কারের আসর মাত্র দুই কোটি ৬৫ লাখ দর্শক দেখেছে। যা গেলো বারের চেয়ে ১৯ শতাংশ কম।

গেলো কয়েক বছর ধরেই অস্কারের দর্শক কমছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান নিয়েলসন বলছে, যারা কেবল টেলিভিশনে ওই অনুষ্ঠান সরাসরি দেখেছে এটি তাদের সংখ্যা। আমরা ডিজিটাল প্লাটফর্মের দর্শক সংখ্যা গণনা করিনি।

রিপাবলিকান ন্যাশনাল কমিটির দাবি অস্কারজয়ী কলাকুশলী ও উপস্থাপকরা এটিকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করছেন তাই দর্শক কমে যাচ্ছে।

চার বছর আগেও প্রায় চার কোটি ৩৭ লাখ দর্শক অস্কার অনুষ্ঠান দেখেছে।

আরও পড়ুন:

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোস্তাফিজ ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা
ভোট দিতে পারছেন না একঝাঁক তারকা
পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পের বিচার শুরু
তারকাদের পহেলা বৈশাখ
X
Fresh