• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

রাখাইনে এখনও রোহিঙ্গা নিধন চলছে: জাতিসংঘ কর্মকর্তা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ মার্চ ২০১৮, ২৩:৩৭

মিয়ানমারের রাখাইনে এখনও জাতিগত শুদ্ধি অভিযান চলছে। বলেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সহকারী মহাসচিব অ্যান্ড্রু গিলমোর।

তিনি বলেন, কক্সবাজারে আমরা যা দেখেছি ও শুনেছি তাতে আমরা এটা ছাড়া অন্য কোনো উপসংহারে আসতে পারছি না।

গিলমোর বলেন, এখন সহিংসতার ধরন বদলেছে। এখন আর আগের মতো উন্মত্তভাবে হত্যা ও গণধর্ষণের ঘটনা ঘটছে না। বরং ভয়ভীতি প্রদর্শন এবং জোরপূর্বক অনাহারে রাখার মতো ঘটনা ঘটছে।

জাতিসংঘের এ শীর্ষ কর্মকর্তা বলেছেন, অদূর ভবিষ্যতে রোহিঙ্গারা রাখাইন রাজ্যে ‘নিরাপদ, সম্মানজনক ও সন্তোষজনক’ পরিবেশে ফিরে যাবে এটা ‘ধারণাতীত’।
--------------------------------------------------------
আরও পড়ুন: অবৈধ সম্পর্কের অভিযোগে যুবককে মূত্রপানের শাস্তি!
--------------------------------------------------------