• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ব্ল্যাকবোর্ডে ছবি এঁকে কম্পিউটার শিক্ষা!

আন্তর্জাতিক ডেস্ক

  ০২ মার্চ ২০১৮, ১১:১৭

ঘানার কুমাসি শহরের এক স্কুলে রিচার্ড আপিয়া আকোতো নামে একজন শিক্ষক ব্ল্যাকবোর্ডে মাইক্রোসফট ওয়ার্ডের লেআউট একেঁ তা দিয়ে ছাত্রদের মাইক্রোসফট ওয়ার্ডের ব্যবহার সম্পর্কে শেখান। খবর বিবিসির।

ফেসবুকে এই ছবিটি পোস্ট করার সময় আকোতো মন্তব্য করেছেন, ঘানার ক্লাসরুমে আইসিটি শেখানোর অভিজ্ঞতা খুব মজার।

তিনি বলেন, আমি আমার ছাত্রদের খুবই পছন্দ করি। তাই ক্লাসের পড়া ভালোভাবে বোঝানোর জন্য যা করা দরকার তাই করতে হচ্ছে।

আকতো গত ছয় বছর ধরে ঘানার কুমাসি শহর থেকে দূরে বেতেন্যাজ এমএ জুনিয়র হাই স্কুলে শিক্ষকতা করছেন। দেশটির শিক্ষাবোর্ডে আইসিটি বিষয়ের পরীক্ষা থাকলে ও বিদ্যালয়ে তথ্যপ্রযুক্তি শেখানোর জন্য কোনও কম্পিউটার নেই।

কম্পিউটার নেই বলে শিক্ষাদান কি থেমে থাকবে? সেটা ভেবেই রঙিন চক দিয়ে ব্ল্যাকবোর্ডে এঁকে ফেললেন কম্পিউটারের নকশা, তারপর সেখানে মাইক্রোসফট ওয়ার্ডের লেআউট এঁকে শিক্ষার্থীদের শেখানোও শুরু করলেন। চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি এর কয়েকটা ছবি ফেসবুকে পোষ্টও করেন তিনি।

পোষ্ট করার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোষ্টটা ভাইরাল হয়ে যায়। নিজ দেশ ঘানা ছাড়াও বিশ্বের নানা প্রান্ত থেকে উদ্যমী এ শিক্ষকটির ব্যাতিক্রমী এ উদ্যোগের কথা সবাই শেয়ার করে।

তার এই খবর জেনে স্বয়ং মাইক্রোসফট থেকে যোগাযোগ করা হয় তার সাথে। কোম্পানিটি তাকে নতুন কম্পিউটার সরঞ্জাম প্রদান করার সিদ্ধান্ত ও গ্রহণ করেছে।

আরও পড়ুন:

কেএইচ/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একাধিক লোকবল নেবে কমিউনিটি ব্যাংক
উইন্ডোজ ১০ বন্ধ করে দিচ্ছে মাইক্রোসফট!
প্রযুক্তি খাতের বড় হুমকি 'ডিপফেক' 
X
Fresh