• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মিশরে মুখোমুখি ট্রেনের সংঘর্ষে নিহত ১২

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ২১:২৭

মিশরে মুখোমুখি দুই যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ১২ জন নিহত এবং ২২ আহত হয়েছেন। সংঘর্ষে দুটি ট্রেনই দুমড়ে মুচড়ে গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার দেশটির উত্তরাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে।

ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে আল বাহেইরা গভর্নরেটের অন্তর্গত কোম হামাদা স্টেশনের অদূরে। এলাকাটির অবস্থান মিশরের উত্তরাঞ্চলের উপকূল ঘেঁষে।

মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থাগুলো জানায় আহতদের উদ্ধার করে দুর্ঘটনাস্থলের কাছাকাছি এলাকার হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে। বিভিন্ন সংস্থার লোকেরা এরই মধ্যে উদ্ধারকাজ শুরু করেছেন।

পুলিশ ও সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় সূত্রগুলো জানায়, দুর্ঘটনাস্থলে ৩০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০১২ সালে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৫১ জন নিহত হন। এছাড়া ২০১৩ সালেও একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ২৮ জন নিহত হন।

আরও পড়ুন:

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরিশালে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১২
নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস ঢুকল বসত ঘরে
মায়ের সামনেই বাসের ধাক্কায় প্রাণ গেল সন্তানের
মিশরে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন
X
Fresh