• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ত্রিপুরায়ও কী দেখা যাবে মোদি ম্যাজিক?

আহাম্মদ উল্লাহ সিকদার

  ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১২:২৬
ফাইল ছবি

ভারত, কংগ্রেস ও বিজেপির জন্য ২০১৪ সালটা একটি স্মরণীয় বছর। ওই বছরই ভারতজুড়ে ঘটে যায় এক সরব গেরুয়া বিপ্লব। যার নেতৃত্বে ছিলেন গুজরাটের তিনবারের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি। চা বিক্রেতা থেকে মুখ্যমন্ত্রী হয়ে যতোটা না আলোচনার জন্ম দিয়েছিলেন, তার চেয়ে বেশি হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর।

বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশটিতে ২০০৪ সাল থেকে টানা ক্ষমতায় ছিল কংগ্রেস। কিন্তু মোদি এমন ভেলকি দেখালেন যে পুরো চিত্রপটই পাল্টে গেলো। লোকসভার ৫৪৩ আসনের মধ্যে ২৮২টিতে জয় পায় নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আর কংগ্রেস পায় ৪৪টি আসন। সেই শুরু। এরপর একে একে উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড ও আসামে হানা দেয় মোদির বিজেপি। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সমাজবাদী পার্টিকে হটিয়ে উত্তর প্রদেশে পদ্ম ফোটান মোদি।

জাতীয় নির্বাচনের পর যতোগুলো আঞ্চলিক নির্বাচন হয়েছে প্রত্যেকটিতেই মোদি ম্যাজিক দেখা গেছে। সেসব রাজ্যের সবকটিতে সরকার গঠন করতে না পারলেও আগের চেয়ে বেশি আসন বাগিয়েছে মোদি। এরইমধ্যে বাংলাদেশ লাগোয়া আসাম রাজ্যে কংগ্রেসকে হটিয়ে গেরুয়া ঝাণ্ডা উড়ায় বিজেপি।

--------------------------------------------------------
আরও পড়ুন: দাড়ির স্টাইল নিষিদ্ধ করে পাকিস্তানে প্রস্তাব পাস
--------------------------------------------------------