• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

খবর না পড়েই ঝগড়া শুরু (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক

  ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৪৫

পাকিস্তানের একটি বেসরকারি টেলিভিশনে সংবাদ উপস্থাপনা করতে গিয়ে ঝগড়ায় জড়িয়ে গেলেন দুই সংবাদ উপস্থাপক। চ্যানেল সিটি ফোরটি টুতে কাজ করেন ওই দুই উপস্থাপক। খবর এনডিটিভি।

ওই ঝগড়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেট দুনিয়ায়। যথারীতি ভাইরাল!

ভিডিওতে দেখা যাচ্ছে, পুরুষ উপস্থাপক অভিযোগের সুরে বলছেন, আমি কীভাবে ওর সাথে খবর পড়বো? সে তো আমাকে কথা বলতে নিষেধ করেছে।

নারী উপস্থাপক তার জবাবে বলছেন, আমি আপনার কথার ভঙ্গির বিষয়ে বলেছি। আমার সাথে ভালোভাবে কথা বলবেন।

এরপর ধৈর্য হারিয়ে ফেলেন পুরুষ উপস্থাপকটি। তিনি বলেন, আমি কীভাবে আপনাকে অশ্রদ্ধা করলাম?

এক পর্যায়ে তার নারী সহকর্মী বিড়বিড় করে বলে ওঠেন, অশিক্ষিত। এরপর রাগের সুরে পুরুষ উপস্থাপকটি বলেন, ওকে বলেন ও যা বলছে সেগুলো দেখতে? সবকিছু রেকর্ড হচ্ছে?

তাদের ঝগড়ার ভিডিওটিতে অসংখ্য মানুষ মন্তব্য করেছেন। একজন মজা করে বলেন, এরপর তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকলো।

আরও পড়ুন:

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আবারও নেতৃত্বে ফিরছেন বাবর আজম!
ভেঙে গেল ভারত-পাকিস্তানের দুই মেয়ের সম্পর্ক
পাকিস্তানিদের সন্তুষ্ট করতে ভারতবিরোধী জিকির তুলছে বিএনপি : পাটমন্ত্রী
‘ভারত বর্জনের ডাকে পাকিস্তান আমলের রাজনীতি চালুর চেষ্টা চলছে’
X
Fresh