• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সিরিয়ায় মানবিক যুদ্ধ বিরতি ঘোষণা দিলেন পুতিন

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৪৩

যুদ্ধকবলিত সিরিয়ার ঘৌতা এলাকায় মানবিক যুদ্ধ বিরতির ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর বিবিসি।

ঘৌতা সিরিয়ার একটি বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা। রাশিয়ার সহায়তায় গত এক সপ্তাহে সরকারি বাহিনী তীব্র বোমা হামলা করে যাচ্ছে সেখানে।

ত্রাণ ও চিকিৎসাসেবা পৌঁছানোর লক্ষ্যে শনিবার সিরিয়ার ঘৌতা এলাকায় ৩০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা দাবি করেছে গত এক সপ্তাহে ওই অঞ্চলে ৫৪০ জন মারা গেছে।

তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির সিদ্ধান্তের কয়েক ঘন্টা পরই বিদ্রোহী অধ্যূষিত এলাকায় আক্রমণ চালায় সিরিয় সরকারি বাহিনী।

ত্রাণ সংস্থা সিরিয়ান অ্যামেরিকান মেডিক্যাল সোসাইটি বিবিসিকে জানায়, তাদের একটি হাসপাতালে আসা রোগীদের উপসর্গ দেখে ধারণা করা হচ্ছে যে এখানে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে।

পূর্ব ঘৌতার নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে সিরীয় সেনাবাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে বলে রোববার জানানো হয় সরকারি ও বিদ্রোহী বাহিনীর পক্ষ থেকে।

এরই মধ্যে ইরান জানিয়েছে, তারা যুদ্ধবিরতির সিদ্ধান্তকে সম্মান করবে, তবে যুদ্ধবিরতির আওতার বাইরে থাকা অঞ্চলে ইসলামী জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে হামলা অব্যাহত রাখবে।

আরও পড়ুন:

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান এতগুলো ক্ষেপণাস্ত্র ছুড়বে কল্পনাও করেনি ইসরায়েল
ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ১৭, শিশুসহ আহত ৬০
ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় রাশিয়ার অস্ত্র
১৭ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
X
Fresh