• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পিটিয়ে হত্যার আগে সেলফি, গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ডেস্ক

  ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:১৬

চুরির অভিযোগে এনে একজনকে পেটানো হচ্ছিল। পাশে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন কয়েকজন। পুরো ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে সময় লাগেনি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই মারা যান তিনি। নিহতের নাম মধু। তিনি পালাক্কাডেরই বাসিন্দা।

ভারতের কেরালা রাজ্যের পালাক্কাড জেলায় ঘটা এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

ভাইরাল হওয়া ভিডিওটির কিছু অংশ কয়েকটি টেলিভিশনের দেখানো হয়। এতে দেখা যাচ্ছে, হাত বাঁধা মধুকে পেটানো হচ্ছে। পাশে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছেন কয়েকজন। এসময় তাদের কেউ কেউ সেলফি তুলছেন।

পুলিশ কর্মকর্তা প্রতীশ কুমার বলছেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যাই আমরা। আহত মধুকে উদ্ধার করে হাসপাতালের উদ্দেশে রওনা হই। তবে কোনো চিকিৎসা দেয়ার আগেই তার মৃত্যু হয়।

ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এই ঘটনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, এই ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন:

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোস্তাফিজ ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা
ফরিদপুরে মন্দিরে অগ্নিকাণ্ডে এলাকা রণক্ষেত্র, ২ ভাই নিহত
ঘরে ঝুলছিল তরুণের মরদেহ
চলছে শিল্পী সমিতির নির্বাচন : এফডিসিতে নিরাপত্তা জোরদার
X
Fresh