• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আইএস জঙ্গি সন্দেহে ভারতীয় বংশোদ্ভূতসহ আটক দুই

আন্তর্জাতিক ডেস্ক

  ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৩৪

ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে জড়িত সন্দেহে ভারতীয় বংশোদ্ভূত এক নারী ও তার সঙ্গীকে গ্রেপ্তার করেছে দক্ষিণ আফ্রিকা পুলিশের বিশেষ ইউনিট হকস। তাদের বিরুদ্ধে এক ব্রিটিশ যুগলকে অপহরণের অভিযোগ আনা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

ফাতিমা পাটেল ও সাইফদীন আসলাম ডেল ভেক্কিও’র বিরুদ্ধে ডাকাতি এবং চুরির অভিযোগও আনা হয়েছে। ওই ব্রিটিশ যুগলের কাছ থেকে চুরি করা ক্রেডিট কার্ড দিয়ে তারা গহনা, ক্যাম্পিংয়ের সরঞ্জাম ও ইলেকট্রনিক ডিভাইস কেনেন। পরে প্রত্যন্ত একটি এলাকা যেখান থেকে এই দুজনকে আটক করে পুলিশ, সেখানে তারা ইসলামিক স্টেটের কালো পতাকা উড়তে দেখতে পান।

তবে মামলার স্পর্শকাতরতার বিষয়টি মাথায় রেখে এ ব্যাপারে বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে হকস।

এদিকে ওই ব্রিটিশ যুগলের খোঁজে অভিযান চালাচ্ছে পুলিশ। গেলো ৯ ফেব্রুয়ারি ওই যুগলকে যেখানে দেখা গিয়েছিল, সেখান থেকে ৩শ’ কিলোমিটারের বেশি দূরে তাদের গাড়ি পাওয়া গেছে।