• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আজীবন ক্ষমতায় থাকতে সংবিধান সংশোধন করছেন প্রেসিডেন্ট শি

আন্তর্জাতিক ডেস্ক

  ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:২০

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি দেশটির সংবিধান সংশোধনের সুপারিশ করেছে। সংবিধান সংশোধন করা হলে তৃতীয় দফায় দেশটির রাজপাটে বসতে পারবেন প্রেসিডেন্ট শি জিনপিং। খবর বিবিসি, সিএনএনের।

রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা শিনহুয়া বলছে, ‘প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট দুই দফার বেশি’ ক্ষমতায় থাকতে পারবে না সংবিধানের এমন ধারা বাতিলের প্রস্তাব দিয়েছে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি।

তবে দেশটির পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসে (এনপিসি) আগামী মার্চের অধিবেশনে ওই সংশোধন অনুমোদন পেতে হবে। কিন্তু এটি অনুমোদন পেতে খুব একটা সমস্যা হবে না। কারণ ওই অর্থে পার্লামেন্টের স্বাধীনভাবে কিছু করার ক্ষমতা নেই।

এদিকে নতুন এই সংশোধনী কার্যকর হওয়ার পর অনির্দিষ্টকালের জন্য চীনের রাষ্ট্র প্রধান হিসেবে থাকতে পারবেন প্রেসিডেন্ট শি। গেলো ২০ বছর ধরে দেশটিতে তার পূর্বসূরিরা যে পাঁচ বছর মেয়াদে ক্ষমতায় থাকার ঐতিহ্য চালু করেছিলেন প্রেসিডেন্ট শি সেটি থেকে বেরিয়ে আসতে চাইছেন।