• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পাকিস্তানের ওপর ‘নাখোশ’ ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

  ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৩৯

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের অগ্রগতিতে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প। এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন হোয়াইট হাউজের ডেপুটি প্রেস সচিব রাজ শাহ। খবর ইন্ডিয়া টুডের।

তিনি বলেছেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক কিছুটা ঠিকঠাক হয়েছে। শাহ বলেন, আমরা এই প্রথমবারের মতো সন্ত্রাসবাদ ইস্যুতে তাদের ভূমিকা জন্য পাকিস্তানকে দায়ী করছি।

তিনি আরও বলেন, আমাদের এই উদ্বেগের কিছু বিষয় পাকিস্তান মেনে নিয়েছে। কিন্তু সন্ত্রাসবাদের বিষয়ে তাদের ভূমিকায় প্রেসিডেন্ট ট্রাম্প সন্তুষ্ট হতে পারেননি।

দক্ষিণ এশিয়া নীতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের অগ্রগতি নিয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাজ শাহ।