• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ছেলে সন্তানের আশায় দ্বিতীয় বিয়ে করলেন ৮৩ বছরের বৃদ্ধ

অনলাইন ডেস্ক
  ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৫৩

ছেলে সন্তানের জন্য দ্বিতীয় বিয়ে করলেন ৮৩ বছরের এক বৃদ্ধ। যাকে বিয়ে করেছেন ওই নারী তার থেকে ৫৩ বছরের ছোট। নারীর বয়স ৩০ বছর। তার বিশাল সম্পত্তির উত্তারাধিকার রেখে যেতে ছেলে সন্তান দরকার বলে জানান সুখরাম বৈরব নামের ওই বৃদ্ধ। ঘটনাটি ভারতের রাজস্থানের। খবর এডিটিভি।

জানা গেছে, ভারতের রাজস্থানের সমরদের গ্রামের সুখরাম বৈররে প্রথম স্ত্রীর এক ছেলে সন্তান ছিল। ২০ বছর আগে জটিল রোগে আক্রান্ত হয়ে তার ছেলেটি মারা যায়। এরপর থেকে ওই সম্পত্তির উত্তরাধিকারীর জন্য তার মনে একটা ছেলে সন্তানের আশা ছিল।

স্বামীর এই আশা পূরণে সুখমারের দ্বিতীয় বিয়েতে রাজি হন প্রথম স্ত্রী বাট্রো। যদিও সুখরাম-বাট্টো দম্পতির দু’টি মেয়ে রয়েছে, তারাও বিবাহিতা।

৮৩ বছর বয়সী সুখরাম বলেন, এই বিয়ের একটাই উদ্দেশ্য, তা হলো একটা ছেলে সন্তান জন্ম দেয়া। ছেলে হলে তার সম্পত্তির দেখাশোনা করতে পারবে।