• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দক্ষিণ আফ্রিকায় থানায় হামলা, ৫ পুলিশসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

  ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:২৬

দক্ষিণ আফ্রিকার নাকোবোতে একটি থানায় বন্দুকধারীরা হামলা চালালে পাঁচ পুলিশসহ ছয়জন নিহত হয়। আজ বুধবার এ ঘটনা ঘটে।

এছাড়া এই ঘটনায় লুট করা হয়েছে অন্তত দশটি অস্ত্র ও একটি গাড়ি। খবর রয়টার্স, বিবিসি।

দেশটির রাজধানী জোহানসবার্গ থেকে ৮০০ কিলোমিটার দূরের ওই শহরে নিহত ছয়জনের মধ্যে ৫ জন পুলিশ সদস্য ও অপরজন ছুটিতে থাকা সেনা সদস্য।

বিবিসির খবরে বলা হয়েছে, থানার ভেতরে এলোপাতাড়ি গুলি ছুড়লে ঘটনাস্থলেই তিন পুলিশ সদস্যের মৃত্যু হয়। পরে পুলিশের গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার পথে ছুটিতে থাকা এক সেনাসদস্যকে গুলি করে হত্যা করা হয়। বাকি দুই পুলিশ সদস্যের মরদেহ ঘটনাস্থল থেকে ছয় কিলোমিটার দূরের পাওয়া যায়। ধারণা করা হচ্ছে তাদের অপহরণ করে নিয়ে হত্যা করা হয়েছে।

পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার ভিষ্ণু নাইডু বলেন, বুধবার ভোরে সশস্ত্র ডাকাত অথবা সন্দেহভাজন ডাকাতেরা থানায় ঢুকে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন:

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেতু থেকে খাদে পড়ে ৪৫ বাসযাত্রীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু 
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
দক্ষিণ আফ্রিকায় গুলিতে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ বাংলাদেশি নিহত
X
Fresh