• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

স্যুটকেসে ছেলে পাচারের অভিযোগে বাবার জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

  ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:১৬

আইভরিকোস্টের এক ব্যক্তির আট বছর বয়সী ছেলেকে স্যুটকেসে করে পাচারের অভিযোগে বাবাকে জরিমানা করা হয়। ছেলেটিকে মরক্কো থেকে স্পেনে নিয়ে যাওয়া হয়েছিল। খবর বিবিসির।

স্পেনের সরকারি কৌঁসুলিরা এ অপরাধের জন্য ওই শিশুর বাবা আলী ওয়াত্তারার কারাদণ্ড চেয়েছিলেন।

কিন্তু তার কড়া শাস্তি দেননি আদালত। সন্তানকে যে সুটকেসে করে পাচার করা হচ্ছে, সেটা আলি জানতেন বলে প্রমাণ পাওয়া যায়নি। আর এ কারণে তার শুধু সামান্য জরিমানা হয়েছে।

আমি ও আমার বাবা কেউই জানতাম না যে তারা আমাকে একটি স্যুটকেসের ভেতরে ঢুকিয়ে দেবে। বিচারকদের একথা বলে পাচার হওয়া ছেলেটি। আদু নামের ওই ছেলেটির বয়স এখন ১০ বছর।

--------------------------------------------------------
আরও পড়ুন: ভিডিওকলে জীবন বাঁচলো নারীর
--------------------------------------------------------

আদুর বাবাকে ইতোমধ্যে এক মাস জেলে কাটাতে হয়েছে।

বিচারকদের আদু জানিয়েছে, তার বাবা তাকে সবসময় বলেছিলেন যে, তারা একটি গাড়িতে করে স্পেনে যাবেন।

স্যুটকেসের ভেতরে করে পাচার হওয়ার সময় তার কেমন লাগছিল সেই অভিজ্ঞতার কথাও আদু বিচারকদের জানিয়েছে। সে জানায়, ওইসময় তার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল।

২০১৫ সালের মে মাসে ঘটনাটি ঘটেছিল। ১৯ বছর বয়সী এক তরুণী ভারি একটি ব্যাগ টেনে নিতে দেখে মরক্কো ও স্পেনের সুতা দ্বীপের সীমান্তের কর্মকর্তারা আটকান। পরে ওই ব্যাগ থেকেই আদুকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন:

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘোড়াঘাটে ৬ মোটরসাইকেল আরোহীকে জরিমানা
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
ঈদের দিন উচ্চস্বরে গান-বাজনা করায় জরিমানা
চুয়াডাঙ্গায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানে ৮৮ হাজার টাকা জরিমানা
X
Fresh