• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

নির্দিষ্ট আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে আইন চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

  ২১ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:১৭

অতিরিক্ত বাট লাগিয়ে চালানো যায় এমন একটি নির্দিষ্ট আগ্নেয়াস্ত্র নিষিদ্ধের আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেলো বছর এ ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করে লাস ভেগাসে ৫৮ জন হত্যা করে এক বন্দুকধারী। খবর বিবিসির।

এ ধরনের আগ্নেয়াস্ত্রকে বাম্প-স্টক ডিভাইস বলে। অর্থাৎ যেকোনো সেমি অটো আগ্নেয়াস্ত্রের সঙ্গে অতিরিক্ত বাট লাগিয়ে এটিকে অটোমেটিক মেশিনের মতো ব্যবহার করা যায়।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি জাস্টিস ডিপার্টমেন্টকে একটি আইন প্রণয়নের প্রস্তাব দিয়েছেন। যাতে এ ধরনের অবৈধ অস্ত্র বানানো বন্ধ হয়।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, স্কুলের নিরাপত্তা তার প্রশাসনের ‘শীর্ষ অগ্রাধিকার’।