• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

জন্মের দিনই বিশ্বে ১০ লাখ শিশুর মৃত্যু

আরটিভি অনলাইন ডেস্ক

  ২০ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৪১
ফাইল ছবি

জন্মের প্রথম দিনেই বিশ্বে ১০ লাখ শিশুর মৃত্যু হয়। আর ১৬ লাখ শিশু এক মাস হওয়ার আগেই মারা যায়। মঙ্গলবার জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ তাদের ‘এভরি চাইল্ড অ্যালাইভ’শীর্ষক প্রতিবেদনে এমন বিস্ফোরক তথ্য তুলে ধরেছে। খবর আল জাজিরা, চ্যানেল নিউজ এশিয়ার।

তবে শিশু মৃত্যুর দিক থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হচ্ছে পাকিস্তান। দক্ষিণ এশিয়ার দেশটিতে জন্মের এক মাসের মধ্যে প্রতি হাজারে ৬৪ জন শিশুর মৃত্যু হয়।

ইউনিসেফ তাদের প্রতিবেদনে বলছে, দরিদ্র দেশগুলোতে শিশু জন্মের পর মৃত্যুর হার এখনও ‘উদ্বেগজনক’।
--------------------------------------------------------
আরও পড়ুন: মুরগির অভাবে কেএফসির কয়েকশ’ দোকান বন্ধ
--------------------------------------------------------

ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েট্টা ফোর বলেছেন, গেলো ২৫ বছরে শিশু স্বাস্থ্যের অনেক উন্নতি হয়েছে। তবে এক মাসের কম বয়সী শিশুদের ক্ষেত্রে মৃত্যুর হার এখনও কমানো সম্ভব হয়নি।