• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বৃদ্ধের বায়ুদূষণে বিমানে হাতাহাতি, জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:২০

এক বৃদ্ধের বায়ুদূষণকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় জরুরি অবতরণ করতে বাধ্য এক পাইলট। এমন ঘটনা ঘটেছে আমস্টারডাম থেকে দুবাইগামী ট্রান্সাভিয়া এয়ারলাইন্সের এক ফ্লাইটে। বিমানটি ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। সোমবার এমন তথ্য দিয়ে খবর ফক্স নিউজ।

মধ্য আকাশে এক ডাচ বৃদ্ধ নাগরিক একটানা সশব্দে বায়ুদূষণ করতে থাকেন। আরেক ডাচ ওই বৃদ্ধকে এমন কাজ থেকে বিরত থাকতে অনুরোধ করেন। ওই বৃদ্ধ জানান, তিনি চেষ্টা করেও নিয়ন্ত্রণ করতে পারছেন না।

একপর্যায়ে ওই দুই ডাচ নাগরিক ঝগড়ায় জড়িয়ে যান। এ সময় বৃদ্ধের পাশে বসা দুই ডাচ-মরোক্কান তরুণীও এতে যোগ দেন।

এমন পরিস্থিতি দেখে ফ্লাইট অ্যাটেনডেন্ট হস্তক্ষেপ করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি। একপর্যায়ে তারা হাতাহাতি শুরু করেন। উপায় না দেখে বিমানের পাইলট ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দরের জরুরি অবতরণের অনুমতি চান।

অবতরণের পর হইচই পড়ে যায়। বিমানের ভেতরে চলে আসেন ভিয়েনা বিমানবন্দরের পুলিশ কর্মকর্তারা।

পরে পাইলটের সঙ্গে কথা বলে ভিয়েনা পুলিশ বায়ুদূষণ করা ওই বৃদ্ধসহ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট চার জনকে বিমান থেকে নামিয়ে নেয়। এরপর বিমানটি নির্দিষ্ট গন্তব্যে রওনা দেয়।

আরও পড়ুন:

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ, অল্পের জন্য বাঁচলেন ১৩৫ যাত্রী
বিমানবন্দরে ডলার কারসাজি : ১৯ ব্যাংকারসহ ২১ জনের নামে মামলা
বিমানবন্দরে ডলার আত্মসাৎ, ১৯ ব্যাংকারসহ ২১ জনের বিরুদ্ধে মামলা
জমি নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু
X
Fresh