• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পানির বদলে অ্যাসিড, রোগীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:২৪
ছবি: প্রতীকী

ওষুধ খাওয়ার জন্য পানি চেয়েছিলেন। কিন্তু তাকে দেয়া হলো অ্যাসিড। ফলে সেটি খেয়েই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন শ্যামলী দেবী নামের এক বয়স্ক নারী।

গেলো বুধবার ভারতের বিহার রাজ্যের মুজাফফরপুর শহরের একটি বেসরকারি চক্ষু ক্লিনিকে এমনটাই ঘটেছে। খবর গালফ নিউজের।

চোখের ছানির অপারেশনের জন্য ওই ক্লিনিকে ভর্তি হয়েছিলেন শ্যামলী। অপারেশনটি বুধবারই হবার কথা ছিল।

খবরে বলা হয়েছে, হাসপাতালে ভর্তি হওয়ার পর ডাক্তার তার চেকআপ করে কিছু ওষুধ লিখে দেন। পরে ওষুধ কিনে সেগুলো খাওয়ার জন্য পানি চান ওই নারী। তবে ক্লিনিকের কমপাউন্ডার ভুলবশত তাকে পানি ভেবে অ্যাসিডের বোতল দিয়ে দেন।

--------------------------------------------------------
আরও পড়ুন: এই হচ্ছে ওবামা-ট্রাম্পের মধ্যে পার্থক্য
--------------------------------------------------------

শ্যামলী দেবী বোতলের মুখ খুলে দ্রুত সেটি পান করে ফেলেন। তারপর তিনি অস্থিরতা অনুভব ও বমি করতে থাকেন। তবে তার পরিবার তখন বুঝতে পারেন যে তাকে পানির বদলে অ্যাসিড দেয়া হয়েছে।

শ্যামলী দেবীর নাতি কুন্দন কুমার বলেছেন, ওই কমপাউন্ডার দাদিকে পানি মনে করে একটি বোতল হাতে তুলে দেন। ওই ব্যক্তি এটা ইচ্ছাকৃতভাবে করেছে না ভুলবশত করেছে তা জানি না। তবে ওই তরল খাওয়ার পর দাদি গুরুতর অসুস্থ হয়ে যান।

পরে শ্যামলীকে অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তিনি মারা যান। ক্ষোভে দুঃখে শ্যামলীর পরিবার ওই ক্লিনিকে ভাংচুর করেছে।

আরও পড়ুন:

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাপদাহে ঝরে পড়ছে আমের গুটি, পানি স্প্রের পরামর্শ 
পানির পরিবর্তে ওঠা তরল নিয়ে কৌতূহল
নির্মাণাধীন ভবন থেকে পড়ে চীনা নাগরিকের মৃত্যু
বড় মেয়েকে নিয়ে গোপনে বাংলাদেশ ছাড়লেন সেই জাপানি মা
X
Fresh