• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করে ১৩ রুশ: এফবিআই

আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:০৪

যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার ১৩ নাগরিক হস্তক্ষেপ করেছে বলে জানিয়েছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। নির্বাচনে হস্তক্ষেপের জন্য ওই ১৩ ব্যক্তিকে অভিযুক্ত করেছে তদন্ত সংস্থাটি। এ ঘটনায় তিনটি রুশ প্রতিষ্ঠানকেও অভিযুক্ত করেছে তারা। খবর বিবিসির।

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়টি তদন্তকারী বিশেষ কর্মকর্তা রবার্ট মুলারের তদন্তে এমন তথ্যই বেরিয়ে এসেছে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ ওঠার পর এফবিআইয়ের তদন্তে এটিই সর্বোচ্চ অগ্রগতি বলে মনে করা হচ্ছে।

অভিযুক্ত ১৩ জনের মধ্যে তিন জনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আর্থিক জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। পাঁচজন অন্যের পরিচয় ব্যবহার করে জালিয়াতি করেছেন। আর বাকিদের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।
--------------------------------------------------------
আরও পড়ুন: সুন্নি মসজিদে নামাজ পড়ে বক্তব্য দিলেন হাসান রুহানি
--------------------------------------------------------