• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বন্দুকজনিত সহিংসতা রোধে সরব হচ্ছে মার্কিন তরুণরা

আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ২১:১৯

সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি বড় ধরনের বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এগুলোর মধ্যে অধিকাংশ হামলাই স্কুলে ঘটেছে। সর্বশেষ বুধবার ফ্লোরিডার পার্কল্যান্ডে একটি স্কুলে বন্দুক হামলায় ১৭ জন নিহত হয়। এরপর ট্রাম্প প্রশাসন খুব একটা সরব না হলেও দেশটির তরুণরাই এখন বন্দুকজনিত সহিংসতার বিরুদ্ধে আওয়াজ তুলছেন। খবর স্কাই নিউজের।

তাদেরই একজন ডেভিড হগ। ১৭ বছর বয়সের এই তরুণ মারজরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলের ছাত্র। ওই স্কুলে যখন নিকোলাস ক্রুজ বন্দুক হামলা চালান ডেভিড তখন পরিবেশ বিজ্ঞান ক্লাসে ছিলেন।

তবে ওই হামলায় তিনি পালিয়ে বাঁচতে সক্ষম হন। তবে তার বন্ধুদের মধ্যে যারা আহত বা নিহত হয়েছেন তাদের জন্য মুখ খুলেছেন ডেভিড। তিনি বলেন, সহিংসতা বন্ধ করতে হবে।

আকুতি জানিয়ে ডেভিড বলেন, দয়া করে ব্যবস্থা নিন। আপনাদের উদ্দেশ্য ভালো কিন্তু হাজার হাজার শিশুর জীবন বাঁচানোর জন্য সেগুলোর বাস্তবায়ন আরও জরুরি।