• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বাসে চড়তে টাকা লাগবে না জার্মানিতে!

আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৫৮

বাসে চড়তে টাকা লাগবে না! বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও মানুষকে গণপরিবহনের প্রতি আগ্রহী করতে এমন অভিনব পরিকল্পনা হাতে নিচ্ছে জার্মান সরকার। খবর ডয়েচে ভেলে।

এরই মধ্যে এ উদ্যোগ সংক্রান্ত একটি চিঠি ইউরোপিয়ান এনভায়রনমেন্ট কমিশনারের কাছে পাঠানো হয়েছে।

জার্মানি কেন্দ্রীয় সরকার এখন দেশটির রাজ্য সরকার ও মিউনিসিপাল নেতাদের সঙ্গে বসে একটি সিদ্ধান্তে পৌঁছাবেন।

এ নিয়ে জার্মান সরকারের মুখপাত্র স্টিফেন সাইবার্ট বলছেন, তারা উদ্যোগ নিতে প্রস্তুত। বাতাসের শুদ্ধতা বাড়াতে এবং ডিজেলচালিত গাড়িগুলোর ওপর নিষেধাজ্ঞা এড়াতে যা যা করা প্রয়োজন সরকার তাই করবে।

তবে এ উদ্যোগ এখনই বাস্তবায়নে রাজি নয় শহর ও স্থানীয় প্রশাসনগুলো। তারা মনে করছে, দীর্ঘমেয়াদী কোনও প্রকল্পের অংশ হতে পারে তবে এখনই এটি বাস্তবায়নের কিছু সমস্যা রয়েছে।

আরও পড়ুন:

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদকের টাকার জন্য স্ত্রীকে ধর্ষকদের হাতে তুলে দিলেন স্বামী
ঘরে বসেই করা যাবে ডেঙ্গু পরীক্ষা, খরচ ১২০ টাকা
পাগলা মসজিদের দানবাক্সে ২৭ বস্তা টাকা, ৪ ঘণ্টায় গোনা হলো কত?
পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ২৭ বস্তা টাকা
X
Fresh