• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

  ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৩৫

ক্রমবর্ধমান রাজনৈতিক চাপের মুখে অবশেষে পদত্যাগ করলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা। খবর বিবিসির।

গতকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ শেষে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

৭৫ বছর বয়সী এই নেতার ওপর ক্রমাগত চাপ বাড়ছিল এএনসির নতুন নেতা সিরিল রামাফোসার কাছে দায়িত্ব হস্তান্তর করে সরে দাঁড়ানোর জন্য। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) জুমাকে বুধবার দিন শেষেই পদত্যাগ করতে হবে নতুবা বৃহস্পতিবার পার্লামেন্টে আস্থা ভোটের মুখোমুখি হওয়ার আলটিমেটাম দিয়েছিল।

টেলিভিশনে দেয়া দীর্ঘ ভাষণের শেষদিকে এসে তিনি পদত্যাগের ঘোষণা দিলেও, তার দাবি তিনি ভুল কিছু করেননি।

জ্যাকব জুমার পদত্যাগের পর এএনসির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তার (জ্যাকব জুমা) পদত্যাগের পর দক্ষিণ আফ্রিকার মানুষের জীবনে নিশ্চয়তা ফিরেছে। এখন প্রেসিডেন্টের অবর্তমানে বর্তমান ডেপুটি প্রেসিডেন্ট রামাফোসাই এ মুহূর্তে দায়িত্বে থাকবেন বলে মনে করা হচ্ছে।

এদিকে এমন একটি সময়ে জুমা সরে যেতে বাধ্য হলেন যখন দেশটির অর্থনীতি চরম দুর্দশার মধ্য দিয়ে দিন পার করছে। এএনসি'র নতুন নেতা রামাফোসা বলেছেন, দক্ষিণ আফ্রিকার অর্থনীতিকে পুনর্জীবিত করাই এখন তার মূল অগ্রাধিকার। বেকারত্ব সমস্যা, বিনিয়োগ বাড়ানো এবং দলকে ঐক্যবদ্ধ করাও তার সামনে এখন চ্যালেঞ্জ হিসেবে থাকবে।

কেএইচ/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মার্তিনেজের আচরণে ক্ষুব্ধ ফরাসি ক্লাব প্রেসিডেন্ট
ইসরায়েলে হামলা নিয়ে যা বলল ইরান
২০২৭ বিশ্বকাপের ৮ ভেন্যু চূড়ান্ত
পদত্যাগের হুমকি দিলেন এমপি ওদুদ
X
Fresh