• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

  ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৩৫

ক্রমবর্ধমান রাজনৈতিক চাপের মুখে অবশেষে পদত্যাগ করলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা। খবর বিবিসির।

গতকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ শেষে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

৭৫ বছর বয়সী এই নেতার ওপর ক্রমাগত চাপ বাড়ছিল এএনসির নতুন নেতা সিরিল রামাফোসার কাছে দায়িত্ব হস্তান্তর করে সরে দাঁড়ানোর জন্য। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) জুমাকে বুধবার দিন শেষেই পদত্যাগ করতে হবে নতুবা বৃহস্পতিবার পার্লামেন্টে আস্থা ভোটের মুখোমুখি হওয়ার আলটিমেটাম দিয়েছিল।

টেলিভিশনে দেয়া দীর্ঘ ভাষণের শেষদিকে এসে তিনি পদত্যাগের ঘোষণা দিলেও, তার দাবি তিনি ভুল কিছু করেননি।