• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নিতম্বের মাধ্যমে কোকেন পাচার

আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৫০

কৃত্রিম নিতম্ব বানিয়ে কোকেন পাচারের চেষ্টায় পুলিশের কাছে ধরা পড়েছেন ব্রাজিলের এক ব্যক্তি। এমন ঘটনা ঘটেছে লিসবনের আন্তর্জাতিক বিমানবন্দরে। পর্তুগালের পুলিশ ওই ব্যক্তিকে আটক করেছেন। খবর বিবিসি।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ব্রাজিলের ওই নাগরিক কৃত্রিম নিতম্ব তৈরি করে, তার মধ্যে এক কিলোগ্রাম কোকেন ঢুকিয়ে দেন। এরপর তিনি ব্রাজিলের উত্তরাঞ্চলীয় শহর বেলেম থেকে পর্তুগালের পথে রওনা দেন।

কিন্তু বিমানবন্দরে তিনি কিভাবে পর্তুগালের পুলিশের হাতে ধরা পড়লেন সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

আটক কোকেনের বাজার মূল্য কত হতে পারে সে সম্পর্কে পুলিশ কিছু জানায়নি।

দক্ষিণ আমেরিকা থেকে নিয়মিতভাবে ইউরোপের বিভিন্ন দেশে মাদক পাচারের চেষ্টা চালানো হয়।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে পর্তুগাল এবং স্পেনের পুলিশ দক্ষিণ আমেরিকা থেকে আনারসের একটি চালান আটক করে যার মধ্যে কোকেন লুকানো ছিল।

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে কোটি টাকার কোকেন উদ্ধার
হল না ছাড়ার ঘোষণা চুয়েট শিক্ষার্থীদের, অবরুদ্ধ উপাচার্য
নবনিযুক্ত উপ-উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা বিএসএমএমইউ শিক্ষক-কর্মকর্তাদের
বিএসএমএমইউ’র উপ-উপাচার্যের (শিক্ষা) দায়িত্ব নিলেন ডা. আতিক
X
Fresh