• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফসল ক্ষেতে কেন সানি লিওনের পোস্টার?

আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৫০

সাধারণভাবে দেখা যায় মানুষের কুনজর ও পাখি তাড়িয়ে ফসল নিরাপদ রাখতে কাকতাড়ুয়ার ব্যবহার করে থাকেন কৃষকরা। আর খড় ও পাতিল দিয়ে বানানো হয় মানুষের মতো একটা অবয়ব বা কাকতাড়ুয়া।

এবার মানুষের কুনজর থেকে ফসল রক্ষা করতে অভিনব এক পন্থা অবলম্বন করেছেন ভারতের অন্ধ্রপ্রদেশের কৃষক চেঞ্চু রেড্ডি। তার জমির ভালো ফলন থেকে গ্রামবাসীর কুনজর সরাতে ক্ষেতের পাশে সানি লিওনের বিকিনি পরা পোস্টার টানিয়েছেন এই কৃষক। খবর হিন্দুস্থান টাইমসের।

ভারতের অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার এই কৃষক বলেন, চলতি বছর আমার ১০ একর জমিতে খুব ভালো ফসল হয়েছে। ফলে ক্ষেতটি গ্রামবাসী ও পথিকদের আকর্ষণের কারণ হয়েছে। তাদের এমন কুদৃষ্টি থেকে বাঁচতে কয়েকদিন আগে সানি লিওনের এ পোস্টারটি লাগিয়েছি।

--------------------------------------------------------
আরও পড়ুন: নতুন পরমাণু অস্ত্র বানাচ্ছে পাকিস্তান
--------------------------------------------------------

তিনি বলেন, আমার কৌশল কাজে লেগেছে। মানুষের নজর এখন আমার ফসলের দিকে যাচ্ছে না।

ছবির ওপর তেলেগু ভাষায় লেখা- ‘ওরে, নান্নু চুসি এডাভাকুরা’। যার বাংলা অর্থ, আমার জন্য কান্নাকাটি বা হিংসা করো না।

এদিকে ক্ষেতের পাশে এভাবে নায়িকার পোস্টার লাগানো আইনের চোখে কোনো অপরাধ বলে মনে করছেন না এ কৃষক। তার কথায় আমাদের সমস্যা দেখতে পুলিশ কখনো এখানে আসে না। তাহলে এখন কেন তাদের সমস্যা হবে?

আরও পড়ুন:

এম/এ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যার হাত ধরে নীল ছবির জগতে নাম লিখিয়েছিলেন সানি লিওন
‘জ্বীন-টু’ সিনেমার পোস্টার নকলের অভিযোগ
সিনেমার পোস্টার আঁকা চিত্রশিল্পী শোয়েব আর নেই
রাজধানীতে বাসার ছাদে তরুণীকে ধর্ষণ, আসামি গ্রেপ্তার
X
Fresh