• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নতুন পরমাণু অস্ত্র বানাচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:১০
ছবি: প্রতীকী

নতুন ধরনের পারমাণবিক অস্ত্র বানাচ্ছে পাকিস্তান। এরমধ্যে স্বল্পমাত্রার কৌশলগত অস্ত্রও রয়েছে। এমনটাই জানিয়ে সতর্ক করে দিয়েছেন মার্কিন গোয়েন্দা প্রধান ড্যান কোটস। খবর এনডিটিভির।

বিভিন্ন ইস্যুতে বৈশ্বিক হুমকির বিষয়ে সিনেটে মার্কিন আইন প্রণেতাদের সামনে ব্রিফে এমন মন্তব্য করেছেন তিনি। এর ফলে এই অঞ্চলে বিপদ আরও বাড়বে বলে তিনি মন্তব্য করেছেন।

কোটস বলেন, পাকিস্তান এখনও পারমাণবিক অস্ত্র বানিয়ে যাচ্ছে। এগুলোর মধ্যে স্বল্পমাত্রার কৌশলগত অস্ত্রও রয়েছে। ওই অস্ত্রগুলোর মধ্যে সমুদ্র ও আকাশ থেকে স্বল্পমাত্রার ক্রুজ মিসাইল এবং দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলও রয়েছে।

মার্কিন এই গোয়েন্দা প্রধান বলেন, নতুন ধরনের এই পারমাণবিক অস্ত্রগুলো এই অঞ্চলে উত্তেজনা বাড়াবে এবং নিরাপত্তা হুমকির মুখে ফেলবে। ওই অস্ত্র তৈরির বিপদ তুলে ধরতে গিয়ে তিনি এই মন্তব্য করেছেন।