আন্তর্জাতিক ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:২৫
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০৪
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০৪
পাকিস্তানকে খেসারত দিতে হবে: ভারত

আরও পড়ুন: শাড়ি পরে স্কাইডাইভিংয়ে পুনে নারীর রেকর্ড!
-------------------------------------------------------- এদিকে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় কর্মকর্তাদের দায়িত্বজ্ঞানহীন বিবৃতি এবং ভিত্তিহীন অভিযোগ দায়েরের কথা এখন সবাই জানে। সেখানে কিছু হলে কোনো ধরনের তদন্ত ছাড়াই তারা বিবৃতি দিয়ে বসে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, অবশ্যই পাকিস্তানকে হামলার তথ্যপ্রমাণ দেয়া হবে। কিন্তু তারা কোনো ব্যবস্থা না নিয়ে হাজারও কাগজপত্র আমাদের সরবরাহ করবে। মুম্বাই হামলার অনেক অপরাধীর তথ্য আমরা পাকিস্তানকে দিয়েছিলাম। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তারা এখন নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে। সুনঞ্জুয়ান সেনাক্যাম্পের ওই হামলায় পাঁচ ভারতীয় সেনা ও এক বেসামরিক নাগরিকসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন নারী ও শিশুসহ ১০জন। আরও পড়ুন: এ/পি