• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

খেলতে গিয়ে নিখোঁজ ৫ তরুণ-তরুণী!

আন্তর্জাতিক ডেস্ক

  ১২ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:১৩

বাসা থেকে খেলতে গিয়ে নিখোঁজ হয়েছে ৫ তরুণ-তরুণী। পরিবারের সদস্যদের রাতভর দুশ্চিন্তায় কাটানোর পর এক কিশোর বাড়ি ফিরে আসে। অন্যদের খোঁজ পেতে তদন্ত করছে পুলিশ।রোববার এমন ঘটনা ঘটেছে কলকাতায়। খবর আনন্দবাজার পত্রিকার।

পুলিশ জানায়, রোববার বিকেলে বাড়ি থেকে খেলার নাম করে বেরিয়েছিল দেবরাজ ঘোষ (৭), অর্পিতা সরকার (১২), অভিজিৎ সরকার (১৬), প্রিন্স সাউ (১৪), রাজদীপ জানা (১৪) এবং প্রিয়া কর্মকার (১৩)। তারা সবাই কুঁদঘাটের পূর্ব পুঁটিয়ারির বাসিন্দা। এদের মধ্যে একমাত্র রাজদীপ সোমবার সকালে বাড়ি ফিরে আসে। তাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ করা হচ্ছে।

রাজদীপকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পেরেছে, রোববার বিকেল ৪টার দিকে তারা একসঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিল। নেতাজি মেট্রো স্টেশনে রাজদীপকে এক পরিচিত ব্যক্তি দেখতে পান। তিনি সঙ্গে সঙ্গেই রাজদীপের বাবাকে ফোন করে বিষয়টি জানান। রাজদীপের বাবা ছেলের সঙ্গে ওই ব্যক্তির ফোন থেকেই কথা বলেন। ছেলেকে তিনি বাড়ি ফিরে আসতে বলেন।

রাজদীপ ও তার বন্ধুরা কোথায় যাচ্ছিল, তা জানতেন না বলেই পুলিশকে জানিয়েছে তিনি। এরপর বাড়ি ফিরছি বলে ফোন রেখে রাজদীপ ও তার বন্ধুরা মেট্রো স্টেশন থেকে বেরিয়ে যায়। কিন্তু তারা কেউই বাড়ি ফেরেনি।

নিখোঁজ কিশোর-কিশোরীদের অভিভাবকরা জানান, সন্ধ্যা ৭টা পর্যন্ত অপেক্ষা করার পর কেউই বাড়ি ফিরছে না দেখে এবং আত্মীয়স্বজনদের থেকেও খোঁজ না পেয়ে পুলিশে অভিযোগ করেন তারা। সোমবার সকালে রাজদীপ বাড়ি ফিরে আসে।

পুলিশকে রাজদীপ জানায়, রোববার তারা সারা রাত শিয়ালদহ স্টেশনে ছিল। সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ সেখান থেকেই একটি ট্রেনে ওঠে তারা। কিন্তু রাজদীপ নাকি ওই ট্রেনে উঠতে পারেনি। ট্রেনটি সম্ভবত বর্ধমান লোকাল ছিল বলে পুলিশকে জানিয়েছে সে।

আরও পড়ুন:

এপি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নৌকা থেকে নদীতে পড়ে শিশু নিখোঁজ
নিখোঁজের ৮ দিন পর নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার 
নদীতে গোসলে নেমে নিখোঁজ নৌ সৈনিক, মরদেহ উদ্ধার
নিখোঁজের ২ দিন পর স্কুলছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার
X
Fresh