• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ভারত সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

  ১২ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৩১

আগামী বৃহস্পতিবার তিনদিনের সফরে ভারত যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। সোমবার দেশটির স্থানীয় গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়। খবর এএফপি, টাইমস অব ইন্ডিয়া।

দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, সবশেষ আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন বিষয়ে আলোচনা করতে রুহানি বৃহস্পতিবার ভারতের উদ্দেশে রওয়ানা হবেন। আইএসএনএ আরও জানায়, তিনি গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণ পান।

ভারত ও ইরান যৌথভাবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করছে। এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষিণপূর্ব ইরানের চাবাহার বন্দরটি আগামী ডিসেম্বরের দিকে চালু হবে।

উল্লেখ্য, ইরান হচ্ছে ভারতের তৃতীয় প্রধান তেল সরবরাহকারী দেশ। ২০১৬ সালের এপ্রিল মাস থেকে ২০১৭ সালের অক্টোবর মাস পর্যন্ত ইরান থেকে এক কোটি ২৫ লাখ টন অপরিশোধিত তেল কিনেছে ভারত।

আরও পড়ুন:

এপি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh