• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

জাতিসংঘের চাঁদা দিতে পারছে না উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

  ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:০৪

আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ২০১৮ সালে জাতিসংঘের বাজেটে চাঁদা দিতে পারছে না উত্তর কোরিয়া। জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার কূটনীতিক মিশন শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর ইন্ডিপেনডেন্ট, এনবিসি নিউজের।

পরমাণু কর্মসূচি বন্ধ না করায় দেশটির ওপর জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র কঠোর অর্থনৈতিক অবরোধ আরোপ করে।

ব্যাংক লেনদেনের চ্যানেল চালু করে দিতে শুক্রবার জাতিসংঘের কাছে অনুরোধ জানান সংস্থাটিতে নিযুক্ত উত্তর কোরিয়ার দূত জা সং নাম। ২০১৮ সালের বাজেটে ব্যয় নির্বাহের জন্য নির্ধারিত ১ লাখ ৮৪ হাজার ডলার পরিশোধের জন্য তিনি এই অনুরোধ করেছেন।

--------------------------------------------------------
আরও পড়ুন: ধর্ম অবমাননায় সাজা কোরআন মুখস্থ
--------------------------------------------------------

উত্তর কোরিয়ার দূত শুক্রবার এক বিবৃতিতে বলেন, ওই অবরোধের কারণে জাতিসংঘের সাধারণ সদস্য হিসেবেও দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে পিয়ংইয়ং।

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এটা পানির মতো পরিষ্কার’ যে ওই অবরোধের জন্য যুক্তরাষ্ট্রই দায়ী।

জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রকে সংস্থাটির নিয়মিত বাজেট ও শান্তিরক্ষা মিশনসহ আন্তর্জাতিক ট্রাইব্যুনালের জন্য চাঁদা দিতে হয়।

২০১৩ সালে উত্তর কোরিয়ার ফরেন ট্রেড ব্যাংকের ওপর অবরোধ আরোপ করে। আর গেলো বছরের আগস্টে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ব্যাংকটিকে কালো তালিকাভুক্ত করে।

উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির লাগাম টানতে ২০০৬ সাল থেকেই দেশটির ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

আরও পড়ুন:

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো, গণগ্রেপ্তার
যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা গাঁজার চকলেট-কেক জব্দ, গ্রেপ্তার ৩
‘শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র’
X
Fresh