• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ধর্ম অবমাননায় সাজা কোরআন মুখস্থ

আন্তর্জাতিক ডেস্ক

  ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৪৩

খ্রিস্টান ধর্মকে অবমাননার দায়ে তিন মুসলিম যুবককে কোরআনের কিছু আয়াত মুখস্থ করার সাজা দিয়েছেন লেবাননের এক বিচারক। মরিয়ম (আ.) ও ঈসা (আ.)-কে প্রশংসা করে সুরা আল-ইমরানের যে আয়াতগুলো রয়েছে সেগুলো মুখস্থ করার আদেশ দিয়েছেন ত্রিপোলির ওই বিচারক জোসেলিন মাত্তা। খবর আল আরাবিয়ার।

ধর্ম অবমাননার দায়ে ওই তিন যুবককে কারাদণ্ড দেয়ার পরিবর্তে এই যুগান্তকারী রায় দিয়েছেন বিচারক মাত্তা। এসময় ওই তিন যুবককে ছেড়ে দেয়ার পাশাপাশি তাদের সুরা ইমরানের ওই আয়াতগুলোও মুখস্থ করার আদেশ দেন।

ওই যুবকদের ইসলামে সহনশীলতা ও মরিয়ম (আ.) এর প্রতি ভালোবাসার বিষয়ে শিক্ষা দিতে চেয়েছেন। গেলো সপ্তাহে লেবাননের উত্তরে ত্রিপোলির আদালতে এই রায়ের পর্যবেক্ষণে এমনটাই বলেছেন বিচারক মাত্তা।

তিনি বলেন, আইন শুধু কারাগারই নয়, এটি একটি শিক্ষাকেন্দ্রও বটে।