• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গা হত্যা: ৭ সেনাসহ ১৬ জনের বিরুদ্ধে ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

  ১১ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৫৬

মিয়ানমারের রাখাইনে দশ রোহিঙ্গাকে সারিবদ্ধভাবে রেখে হত্যা ও গণকবর দেয়ায় ৭ সেনাসদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এমনটা জানিয়েছে মিয়ানমার সরকার। সরকারি মুখপাত্রের বরাত দিয়ে রোববার এ তথ্য প্রকাশ করেছে রয়টার্স।

রাখাইন রাজ্যের ইন ডিন গ্রামে নৃশংসতার ঘটনায় অনুসন্ধান চালায় বার্তা সংস্থা রয়টার্স। এ অনুসন্ধানের কারণে রয়টার্সের দুই সাংবাদিককেও গ্রেপ্তার করা হয়।

এদিকে দীর্ঘ অনুসন্ধানের পর গত বৃহস্পতিবার রয়টার্স ওই হত্যা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এর দুইদিন পর আজ রোববার দেশটির সরকার ১৬ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে।

উল্লেখ্য, ১০ রোহিঙ্গা হত্যা ও গণকবর দেয়ার ঘটনা ঘটে ২০১৭ সালের ২ সেপ্টেম্বর।

গত বৃহস্পতিবারের রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদনে তুলে আনা হয় রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলের গ্রাম ইন ডিনে কীভাবে সেনাসদস্য ও গ্রামের বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন ১০ রোহিঙ্গাকে হত্যা করে।

মিয়ানমার সরকারের মুখপাত্র জো হেটেয় বলেন, এ ঘটনায় জড়িত ৭ সেনাসদস্য, তিন পুলিশ ও ছয় গ্রামবাসীর বিরুদ্ধে ‘আইনানুগ ব্যবস্থা’ নেয়া হবে। রয়টার্স এ নিয়ে প্রতিবেদন প্রকাশের আগেই তা সেনাবাহিনীর তদন্তে উঠে আসে।

আরও পড়ুন:

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেল থেকে তাড়াতাড়ি বের হওয়ায় যুবককে কুপিয়ে হত্যা
মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা
ঈদে মেয়ে ও জামাইকে কাপড় দিতে না পেরে আত্মহত্যা
মালয়েশিয়ায় বাংলাদেশিকে হত্যা করল আরেক বাংলাদেশি
X
Fresh